জিদানের হাতে মশাল, সেলিন ডিওনের গান- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু প্যারিস অলিম্পিক

জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে ২০২৪ প্যারিস অলিম্পিকের। প্যারিস অলিম্পিকে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ।