জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকে চমকে দিল কাতার
মাঠের খেলা গড়ানোর আগে বিশ্বকে দারুণ এক উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিল কাতার। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের পর্দা উন্মোচিত হল। আল বাইত স্টেডিয়ামে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকে কাতার চমকেই দিয়েছে বলতেই হবে।
হলিউডের কিংবদন্তি অভিনেতা মরগান ফ্রিম্যানের অভূতপূর্ব কণ্ঠের সাথে স্ক্রিনপ্লের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কাতারি সংস্কৃতিকে ধীরে ধীরে তুলে ধরতে থাকেন শিল্পীরা। আরবি ভাষার গানের ছন্দের মাঝেই হাজির হন মরগান ফ্রিম্যান। তার সাথে পা-বিহীন কাতারি অভিনেতা ঘানিম আল মুফতাহ'র দুর্দান্ত দ্বৈত কথোপকথনমূলক পারফরম্যান্স মন কেড়ে নেয় সবার। বিশ্বকাপে সবাইকে স্বাগতম জানান ফ্রিম্যান, সাথে বিশ্বকাপ সব বৈষম্যের অবসান ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরপর একে একে গত কয়েকটি বিশ্বকাপের থিম সং একসাথে করে পারফর্ম করেন কাতারি এবং আন্তজার্তিক শিল্পীরা। একে একে হাজির হতে থাকে গত কয়েকটি বিশ্বকাপের মাসকটেরাও, সাথে হাজির হয় এবারের মাসকট লাইব।
তার পরপরই বিশ্বকাপের থিম সং নিয়ে দর্শকদের মাতাতে আসেন কোরিয়ান গায়ক জাংকুক। তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে মাতিয়ে তোলেন পুরো স্টেডিয়াম।
এরপর কাতারের প্রিন্স তামিম বিন হামাদ আল থামি'র স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। সবশেষে ফায়ার ওয়ার্কের মাধ্যমে বিশ্বকাপকে স্বাগত জানায় কাতার।