৪০ বছর ধরে নিজেই নিজেকে পোস্টকার্ড পাঠিয়ে আসছেন এই ভ্রমণপ্রেমী নারী!
প্রতিটি কার্ডের অপর পাশে ডোলান ছোট্ট এক প্যারা লিখে দিতেন বা ওই ভ্রমণ সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করতেন। তারপর এগুলো নিজের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিতেন আর সবশেষে একটা লাভ চিহ্ন এঁকে দিতেন লেখার শেষে।