১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের পর পার্লামেন্টের সদস্যরা ক্ষীণ আলোয় ‘ডুমসোর’, ‘ডুমসোর’ বলে চিৎকার করছেন। স্থানীয় আকান ভাষায় ডুমসোর শব্দটির অর্থ বিদ্যুৎ বিভ্রাট।