৪০ বছর আগে এক কৃষকের হাতে রজনীগন্ধা দিয়ে শুরু, আজ কোটি টাকার ফুলের বাজার গদখালি

গদখালি ফুলবাজারের নামটাই সবার জানা। কিন্তু ফুল চাষ হয় গদখালি, নাভারণ, পানিসারা, হাড়িয়া, নীলকন্ঠ নগর, চাওরা, কৃষ্ণচন্দ্রপুর, চাঁদপুর, বাইশা, পাটুয়াপাড়া, নারানজালিসহ প্রায় ৫০–৫৫টি গ্রামে।