যুক্তরাজ্যের নির্বাচন: ১৯৯৭'র নির্বাচনের ভূমিধস জয়ের চেয়েও বড় জয় পাবে লেবার পার্টি— জরিপ
১৮ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে ১৯৯৭ সালে টনি ব্লেয়ার ভূমিধস জয়ের রেকর্ড করেন। আর মধ্য-বাম দলটির এবার ১৯৯৭ সালের চেয়েও বেশি আসন পাওয়ার ব্যাপারটি ৯৯ শতাংশ নিশ্চিত বলে জরিপে উঠে এসেছে।