উ. কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুনের জবাবে কে-পপ ও কে-ড্রামাভর্তি বেলুন পাঠাল দ. কোরিয়া

অ্যাক্টিভিস্ট গ্রুপ ফাইটার্স ফর এ ফ্রি নর্থ কোরিয়া (এফএফএনকে) বৃহস্পতিবার সকালে ইউএসবি স্টিকে কে-পপ এবং কে-ড্রামা বহনকারী বিশালাকার বেলুনগুলো শূন্যে ভাসিয়েছে।