একেবারে বন্ধ হয়ে গেছে ট্রাম্পের নিজস্ব যোগাযোগ প্ল্যাটফর্ম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগের নিজস্ব প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার ট্রাম্পের একজন মুখপাত্র এ কথা নিশ্চিত করেন।
মাত্র এক মাস আগেই চালু করা হয়েছিল ট্রাম্পের একান্ত নিজস্ব যোগাযোগ প্ল্যাটফর্ম 'ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প'।
তার সিনিয়র উপদেষ্টা জেসন মিলার জানান, "এটিকে আর চালু করা হবে না"।
ইমেইল বার্তায় মিলার জানান, "আমাদের বৃহত্তর প্রচেষ্টার পেছনে এটি ছিল একটি সহায়ক উদ্যোগ মাত্র"। তবে ঠিক কেমন ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে তারা যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মিলার।
পরবর্তীতে অন্য এক জিজ্ঞাসায় যখন ট্রাম্পের নতুন কোন প্ল্যাটফর্মে যোগ দেয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়, তখন মিলার ইতিবাচক উত্তর দেন। তিনি বলেন, "হ্যাঁ সত্যিই তাই। আমাদের সাথেই থাকুন"।
এ বছরের ৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকদের হামলার পর ফেসবুক এবং টুইটার তাদের প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করে। ট্রাম্প প্রথম থেকেই নভেম্বর ৩ এর নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করে আসছিলেন; এমনকি উপস্থিত থাকেননি ২০ জানুয়ারিতে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া উত্তরসূরী জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও।
ট্রাম্প এবং তার সহযোগীরা দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম সমূহের সমালোচনা করে এসেছেন। রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং রক্ষণশীলদের মতামত, পোস্ট ইত্যাদি সেন্সর করার অভিযোগ তুলেছেন।
জানুয়ারিতে যখন ট্রাম্পকে সমস্ত সামাজিক মাধ্যম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল, তখনও টুইটার এবং ফেসবুকে তার লাখো অনুসারী রয়েছে।
এরপরেই গত মাসে ট্রাম্প নিজের জন্য সম্পূর্ণ ব্লগ চালু করেন।
তবে সেসময় মিলার টুইটারে জানিয়েছিলেন যে, নতুন এই পেজটি ট্রাম্পের বিবৃতি প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হতে যাচ্ছে তবে 'এটি কোন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম নয়"।
হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রস্থান এবং মে মাসে তার স্বল্পকালীন এই ব্লগের প্রবর্তন- মাঝের সময়টুকুতে ট্রাম্প ইমেইল এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেছেন।
জানুয়ারির ২০ তারিখে দপ্তর ছাড়ার পরে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ইংগিত দিয়েছিলেন, তিনি আবার ২০২৪ এর নির্বাচনের মধ্য দিয়ে হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে সামিল হতে পারেন। কিন্তু এখন পর্যন্ত মুষ্টিমেয় কিছু অনুষ্ঠান এবং ঘনিষ্ঠ কিছু গণমাধ্যমেই তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে দেখা গিয়েছে।
- সূত্র-সিএনবিসি