ওরা চোর: ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনার পর বাইডেনের ঝুলিতে একের পর এক অঙ্গরাজ্য যোগ হতে থাকার পর থেকেই 'ভোটচুরি'র অভিযোগ তুলে সরব হন ডোনাল্ড ট্রাম্প। এমনকি, আদালতে পর্যন্ত টেনে নিয়ে যান পুরো বিষয়টি। আদালত হতাশ করলেও এখনো নিজের অবস্থানে অনড় ট্রাম্প। কোনোভাবেই প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে তিনি নারাজ। আর তাই ফের 'ভোট চুরি'র অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে।
রোববার রাতে দেওয়া এক টুইট পোস্টে তিনি বলেন, "আমরা মনে করি এই লোকগুলো চোর। যন্ত্রগুলো সব দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, যে এটা পরিষ্কার চুরির ভোট ছিল এই কারণে যে, কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন।''
টুইটে ট্রাম্পের আরও দাবি, ''পার্থক্যটা সেখানেই গড়ে দিয়েছে যে, ওরা যা চুরি করতে চেয়েছিলেন সেটা করেছেন।''
তবে ট্রাম্পের এমন অভিযোগগুলোকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাইডেনের ডেমোক্র্যাট শিবির। বিপরীতে এই মুহুর্তে তারা জয়ের আনন্দ উপভোগ করছেন।