করোনা ভাইরাস নিয়ে ট্রাম্পের সঙ্গে শির ফোনালাপ
প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
স্থানীয় সময় শুক্রবার এ আলাপের সময় দায়িত্বশীলতার সঙ্গে ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, আলাপে শি বলেন, চীনের প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ধীরে ধীরে ইতিবাচক ফল বয়ে আনছে।
তিনি বলেন, চীনের আশা, যুক্তরাষ্ট্র ধীরে-সুস্থে মহামারীর বিষয়টি পর্যালোচনা করবে এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে।
শি বলেন, মহামারী রোধে দুই পক্ষ যোগাযোগ রক্ষার পাশাপাশি সমন্বয় জোরদার ও একত্রে কাজ করতে পারে।
ফোনালাপে দুই নেতা স্বাক্ষরিত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির প্রথম পর্যায় নিয়ে আলোচনা করেন। ওই সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয় ৩১ হাজার ১৬১ জন।
চীনের বাইরে কমপক্ষে ২৫টি দেশে ছড়িয়েছে এ ভাইরাস। এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডের বাইরে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের একজন হংকং ও অন্যজন ফিলিপাইনের।