করোনাজয়ীদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট, দাবি বিজ্ঞানীদের
করোনাজয়ীদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট। সম্প্রতি এক গবেষণাপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের দাবি, একটি ডোজ নেওয়ার পরই সংক্রমিতদের শরীরে তৈরি হয় মেমরি টি সেল। সেই সঙ্গে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়। ফলে ফের করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা কম।
সম্প্রতি এই বিষয়ে গবেষণা করেছিল ইন্টারন্যাশনাল জার্নাল ফর ইনফেকশাস ডিজিসেস। এই গবেষণাপত্র অনুযায়ী, ভ্যাকসিনের প্রথম ডোজটি নেওয়ার আগে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন, অন্য আরও একটি ডোজ প্রাপকদের তুলনায় তার শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিষয়টি প্রমাণিত হলে যে কোনও দেশে ভ্যাকসিনের চাহিদা অনেকটাই কমে যাবে। কারণ, সেক্ষেত্রে বহু মানুষেরই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন পড়বে না।
তবে এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। বিজ্ঞানীদের একাংশের দাবি, প্রত্যেক করোনা সংক্রমিৎ ব্যক্তির শরীরে সমপরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় না। সকলের ক্ষেত্রে অ্যান্টিবডির স্থায়িত্ব সমান নয়। সেক্ষেত্রে করোনা জয়ীদের একটি ডোজ নেওয়ার তত্ত্বটি কতটা কাজে আসবে, তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।