ট্রাম্পের গলফ ক্লাবে পিজিএ চ্যাম্পিয়নশিপ বাতিল
ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন নিউজার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে আয়োজিত হওয়ার কথা ছিল পিজিএ চ্যাম্পিয়নশিপ-২০২২। তবে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার পর বেডমিনস্টার ক্লাবে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা (পিজিএ)।
ট্রাম্প অর্গানাইজেশনের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন সময় খেলতে যেতেন ট্রাম্প।
পিজিএ'র প্রেসিডেন্ট জিম রিচারসন এক বিবৃতিতে জানান, "আমাদের পরিচালনা পর্ষদ ভোটগ্রহণের মাধ্যমে ট্রাম্প বেডমিনস্টারে ২০২২ সালের পিজিএ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।"
ট্রাম্পের মালিকানাধীন ক্লাবে সংস্থাটির টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া ক্ষতিকারক হবে বলে এক ভিডিও বার্তায় জানান তিনি।
গত বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়, এ ঘটনাকে কেন্দ্র করে আগামী সোমবার ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ ভোট গ্রহণের কথা রয়েছে। সহিংসতায় প্ররোচনার অভিযোগে বিদায়ী এ প্রেসিডেন্টের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমও অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছে।
স্পোর্টস ম্যাগাজিন গলফউইকে গত রোববার-ই টাম্পের ক্লাবে এ টুর্নামেন্ট বাতিলের ব্যাপারে আভাস দেয়া হয়। পিজিএ ২০২২ সালের টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই নতুন জায়গা খুঁজছে বলে জানানো হয় গলফ বিষয়ক সাময়িকী কোয়াড্রিলেটারেলে।
পিজিএ'র এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সংস্থাটি চুক্তি ভঙ্গ করেছে এমন অভিযোগ তুলেছে ট্রাম্প অর্গানাইজেশন।
দক্ষিণ ক্যারোলিনার কিয়াওয়াহ আইল্যান্ডে ২০২১ সালের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- সূত্র: ফক্সনিউজ