ট্রাম্পের সঙ্গে শীতল আচরণ করছেন মেলানিয়া
হোয়াইট হাউজ ছাড়া নিয়ে মেলানিয়া ট্রাম্প বেশ হতাশ বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।
ওয়াশিংটন ডিসি ছাড়ার সময় পর্যন্ত মেলানিয়া ট্রাম্পের জনপ্রিয়তা ছিল সাম্প্রতিক সময়ের যেকোনো ফার্স্ট লেডির মধ্যে সবচাইতে কম।
মেলানিয়া তার স্বামী এবং নব্য ফার্স্ট লেডি জিল বাইডেনের প্রতিও বিরক্ত বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার নির্বাচন বিরোধী ক্যাম্পেইন ও বিদ্রোহ ঘোষণার ফলে মেলানিয়ার সুনাম নষ্ট হয়েছে। মেলানিয়ার কাছের দুই ব্যক্তি সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
৬ জানুয়ারির ইউএস ক্যাপিটলে আক্রমণের পর থেকে কিভাবে এই ঘটনাটি সামলাবেন তা নিয়ে মিসেস ট্রাম্প অনিশ্চয়তায় ভুগেছেন।
ক্যাপিটলের ঘটনার নিন্দা জানাবেন নাকি নীরব থাকবেন তা নিয়ে একটি বড় রকম অস্বস্তিকর অবস্থা ও টানাপোড়েনের মধ্যে মেলানিয়াকে যেতে হয়েছে বলে সংবাদসূত্রে জানা যায়।
প্রথমটি করলে তিনি স্বামীর রোষানলে পড়তেন এবং দ্বিতীয় কাজটি দ্বারা কুকর্মে সহযোগিতা করার মত ব্যাপার হতো।
'তিনি বুঝতে পারছিলেন যে সামনে ব্যাপারটি কোথায় গড়াবে ! তাই একবার যখন বিদ্রোহ ঘটে গেল, তখন তিনি বুঝলেন যে তার কথা বলায় বা করায় কিছুই যায় আসবে না। ফলে তিনি নীরব থেকেছেন," সিএনএনকে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
শেষ পর্যন্ত ক্যাপিটল অবরোধের ৫ দিন পর সেদিনের ঘটনায় আহত-নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মেলানিয়া ট্রাম্প একটি বিবৃতি দেন।
এই ঘটনার পর তার প্রধান সহায়তাকারীরা পদত্যাগ করেন।
সিএনএন সূত্র আরও জানায় যে ট্রাম্পের ওপর মেলানিয়ার ক্রোধ ও তিক্ততার সীমা বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন পর্যন্ত গিয়েও পৌঁছেছে।
তিনি জিল বাইডেনের দিকে গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা নিয়েও ক্ষিপ্ত।
আরও জানা যায় যে, মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার দিন থেকে অবধি নতুন ফার্স্ট লেডির সঙ্গে কথা বলেননি। এ ধরণের আচরণ পূর্ববর্তী কোনো ফার্স্ট লেডি করেননি, ফলে এর দ্বারা হোয়াইট হাউজের একটি ঐতিহাসিক নিয়ম ভঙ্গ হয়েছে।
এই মুহূর্তে মেলানিয়া ট্রাম্প ও তার স্বামী নিজেদের ফ্লোরিডা রিসোর্ট মার-আ-লাগো তে সময় কাটাচ্ছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে যে ট্রাম্প সেখানে বারবার নিজের অভিশংসন এর শুনানি টিভিতে দেখছিলেন এবং মেলানিয়া তখন রিসোর্টে স্পা নিতে ব্যস্ত ছিলেন।
মেলানিয়ার পরিচিত একজনের সূত্রে জানা গেছে যে তিনি সেখানে খাওয়াদাওয়া ও ঘুরাঘুরি করেন, স্পা নেন এবং ট্রাম্পের সঙ্গে ডিনারও করেন।
সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া তার 'বি বেস্ট' উদ্যোগ এর কার্যক্রম নিয়েও ব্যস্ত।
- সূত্রঃ ইনসাইডার