ট্রাম্প করোনাভাইরাস মুক্ত: হোয়াইট হাউস
করোনাভাইরাসে আক্রান্ত হোয়ার ১০ দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোভিড-১৯ নেগেটিভ হিসেবে ঘোষণা করলেন হোয়াইট হাউজে তার চিকিৎসক শন কনলি।
বার্তা সংস্থা এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শন কনলি বলেন, 'আমি আপনাদের জানাতে পারি যে প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তার পরপর কয়েকদিনের পরীক্ষায় অ্যাবোট বিনাক্সএনওডব্লিই এন্টিজেন কার্ড ব্যবহার করা হয়।'
তিনি বলেন, কেবলমাত্র র্যাপিড টেস্ট পদ্ধতির মাধ্যমে নয়, আরো অনেক পদ্ধতি প্রয়োগ করেও এই নেগেটিভ ফলাফল পাওয়া যায়। স্বল্প মাত্রার ভাইরাসের ক্ষেত্রে অতি গতানুগতিক পিসিআর রোগ নির্ণয় পরীক্ষার চেয়ে এন্টিজেন পরীক্ষা পদ্ধতি কম স্পর্শকাতর।
কনলি আরো জানান, মেডিকেল টিম অনুমোদিত উপাত্ত অনুযায়ী, প্রেসিডেন্টের মাধ্যমে অপর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
এই সংক্ষিপ্ত বিবৃতি এমন সময় দেয়া হয় যখন প্রেসিডেন্ট নির্বাচনী সমাবেশের জন্য ফ্লোরিডায় যেতে এয়ার ফোর্স ওয়ানে ছিলেন।
গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর কোভিড-১৯ আক্রান্ত অবস্থাতেই গত ৫ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত রবিবার দাবি করেন যে তিনি এখন করোনাভাইরাস 'প্রতিরোধী'।