ট্রাম্প হাসপাতালে
করোনা সংক্রমণ ধরা পড়ার ১৭ ঘন্টার মাথায় চিকিৎসার জন্য একটি সামরিক হাসপাতালে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউজ থেকে বেরিয়ে অপেক্ষামাণ একটি হেলিকপ্টারে করে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান তিনি।
স্যুট টাই পরা ট্রাম্প এসময় মাস্ক পরলেও রিপোর্টারসহ কারও সঙ্গেই কথা বলেননি।
পরে টুইটারে পোস্ট করা ছোট এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমি মনে করি আমি বেশ ভালোই করছি কিন্তু আমরা চেষ্টা করছি সবকিছু যেনো ঠিকঠাকভাবে হয়।"
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলেইগ ম্যাকিনানি বলেন, আগামী কয়েকদিন হাসপাতালের একটি স্যুটে থেকেই সব দাপ্তরিক কাজকর্ম সারবেন ট্রাম্প।
বৃহস্পতিবার মধ্যরাতের পর এক টুইটে ট্রাম্প নিজেই তার এবং মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান।
এর আগে নানা সময়েই মহামারটি নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করতেন ট্রাম্প যা নাকচ করে দিতেন চিকিৎসকরা। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দে জড়িয়ে সেখানে অনুদান দেওয়াও বন্ধ করে দেন তিনি।
সংক্রমণ এড়াতে চিকিৎসকরা যেখানে মাস্ক ব্যবহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নানা সময়ে নিজে মাস্ক পরতে অনাগ্রহ দেখিয়ে এসেছেন, এমনকি যারা মাস্ক পরছেন, তাদেরও সমালোচনা করতে ছাড়েননি।