বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প
জো বাইডেনের অভিষেকের আগেই ওয়াশিংটন ছাড়ার পরিকল্পনা করছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিএনএনের একটি প্রতিবেদনে ট্রাম্পের এই পরিকল্পনা তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের বিমান সুবিধা পেয়ে থাকেন। বাইডেনের অভিষেক অনুষ্ঠানের পর তিনি এই সুবিধা হারাবেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে তিনি জো বাইডেনকে সামরিক বিমান সুবিধার জন্য অনুরোধ করতে আগ্রহী না। আর তাই ক্ষমতায় থাকাকালীনই রাষ্ট্রপতির জন্য বরাদ্দকৃত বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউজ ছাড়ার পরিকল্পনা করছেন ট্রাম্প।
ট্রাম্পের সমর্থকদের সহিংসতার আশঙ্কায় বুধবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিষেক হবে জো বাইডেনের।
৮ জানুয়ারি ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দেন। ১৮৬৯ সালের পর তিনিই প্রথম বিদায়ী প্রেসিডেন্ট, যিনি নব-নির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে থাকছেন না।
সিএনএনের সূত্র অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই ট্রাম্প হোয়াইট হাউজ ত্যাগ করবেন। ট্রাম্পের টিম তার বিদায় উপলক্ষে সমর্থকদের জড়ো করার জন্য কাজ করছে বলেও জানায় গণমাধ্যমটি।
হোয়াইট হাউজের কাছে এ বিষয়ে ইনসাইডারের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি।
তবে সিএনএন জানিয়েছে ট্রাম্প সাউথ লন থেকে ম্যারিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ থেকে শেষ বিদায় নিবেন। নাম গোপন রাখার শর্তে হোয়াইট হাউজের একটি সূত্র সিএন এনএনকে জানায়, ট্রাম্প সামরিক সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় নেওয়ার পরিকল্পনা করছেন।
তবে ঐতিহাসিকভাবে বিদায়ী প্রেসিডেন্টরা নব নির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের পর হোয়াইট হাউজ ত্যাগ করেন।
অভিষেক অনুষ্ঠান শেষে প্রাক্তন প্রেসিডেন্ট ক্যাপিটল থেকে ম্যারিন ওয়ানের মতো সামরিক হেলিকপ্টারের মাধ্যমে ম্যারিল্যান্ডে জয়েন্ট বেজ এন্ড্রুজে অবতরণ করেন। এরপর তারা সরকারি জেটে করে পছন্দমতো গন্তব্যে পৌঁছে যান।
ট্রাম্প এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে তার গন্তব্যস্থল সম্পর্কে কিছু জানাননি। শোনা গিয়েছিল ট্রাম্প হোয়াইট হাউজ থেকে স্কটল্যান্ডে যাবেন। সেখানে গলফ কোর্সে উঠবেন। কিন্তু লকডাউনের জন্য ট্রাম্প সেখানে যেতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে স্কটল্যান্ড সরকার।
বৃহস্পতিবার ব্লুমবার্গ জানায়, ট্রাম্প ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে যাবেন।
সিএনএন আরও জানায়, সহযোগীরা ট্রাম্পকে অভিষেকে অংশ নিতে বললেও তিনি রাজী হননি। ট্রাম্প প্রেসিডেন্টের পদমর্যাদায় হোয়াইট হাউজ ছাড়ার যুক্তি দেখান।
এছাড়া ট্রাম্প রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ বিমান ব্যবস্থা এয়ার ফোর্স ওয়ানের সুবিধার জন্য বাইডেনের নিকট অনুরোধ করতে পারবেন না বলেও ইঙ্গিত দেন।
বুধবার ট্রাম্প ওয়াশিংটন ডিসি ছাড়লেও "নিউক্লিয়ার ফুটবল" সাথে করে নিয়ে যাবেন। নিউক্লিয়ার ফুটবল এমন একটি ব্রিফকেস যার সাহায্যে রাষ্ট্রপতি পরমাণু হামলার নির্দেশনা প্রদান করতে পারেন। বাইডেনের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার আগ অবধি ব্রিফকেসটি ট্রাম্পের অধীনেই কার্যকর থাকবে।
তবে হোয়াইট হাউজ সামরিক কার্যালয় বাইডেনের জন্য ওয়াশিংটনে দ্বিতীয় একটি নিউক্লিয়ার ব্রিফকেস তৈরি রাখবে বলে সিএনএনকে একটি সূত্র জানিয়েছে। ক্ষমতা হস্তান্তরের পরই ট্রাম্পের ব্রিফকেসের কোডটি অচল হয়ে যাবে।