বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের
করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষ পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য পরিচালনাকারী সংস্থার সঙ্গে সম্পর্কে ইতি টানার ঘোষণা করলেন তিনি।
কী কারণে সম্পর্কে ছেদ টানা হয়েছে, তারও বিস্তারিত ব্যাখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা অতি প্রয়োজনীয় সংস্কারে ব্যর্থ হয়েছে, সেজন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কে ছেদ টানছি।
বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য সংস্থাকে বার্ষিক যে ৪৫০ মিলিয়ন ডলার অনুদান দিত ওয়াশিংটন, তা বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠান এবং জরুরি জনস্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয়তার ক্ষেত্রে ব্যয় করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর হিন্দুস্তান টাইমসের।
তবে ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার যে সম্পর্ক শুরু হয়েছিল, তাতে যতিচিহ্ন পড়ার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছিল। করোনা মহামারি রুখতে 'ব্যর্থ' হওয়ায় গত ১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক অনুদানও বন্ধ করে দেন ট্রাম্প।
এরইমধ্যে গত সপ্তাহে বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য নিয়ামক সংস্থাকে চার পাতার একটি চিঠি লিখে জানান, সেখানে কী কী সংস্কার প্রয়োজন। একটি বিস্তারিত তালিকা তুলে ধরেন তিনি।
পাশাপাশি কড়া সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংস্থার পক্ষে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল, যদি তা সত্যিই চীনের থেকে স্বাধীনতা ঘোষণা করতে পারে।
এছাড়াও করোনা মোকাবিলায় কীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে, তারও বিস্তারিত খতিয়ান তুলে ধরেন তিনি। সেই চিঠির উত্তর দেওয়ার জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তবে তার আগেই বিশ্বের স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করছে ওয়াশিংটন।