শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র দুই মাস ১০ দিন। এর মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
এতদিন দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন।
মিলার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ছিলেন।
ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের প্রকাশ্য বিবাদের পর এমন ঘোষণা আসলো। এর আগে আরও কয়েকজন প্রতিরক্ষামন্ত্রী কাজ করেছে ট্রাম্প প্রশাসনে। বেশিরভাগের সঙ্গে মত না মেলায় তাদের বরখাস্ত করেন তিনি
গত জুনে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর টানাপোড়েন আরও বাড়ে। বিক্ষোভ দমনে ট্রাম্প সংক্রিয় সেনাসদস্যদের মোতায়েন করতে চেয়েছিলেন। কিন্তু এসপার তার বিরোধিতা করেন। এসপার তখন বলেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে তখনই ব্যবহার করা উচিত, যখন আইনশৃঙ্খলা আর কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না।