সাড়ে ছয় লাখ শিশু-কিশোর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেল
যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের পরবর্তী প্রজন্ম যারা দেশটির ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন তাদের নাগরিকত্ব না দিয়ে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে আইনি লড়াই গড়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালত পর্যন্ত। গত বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।
আদালতের এ রায়ে প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানের বিপরীতে গিয়ে এসব শিশুকে ফেরত পাঠাতে পারেন না, এমন কথা জানানো হয়েছে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অনুমতি পাওয়ার সুযোগ পাবে সাড়ে ৬ লাখ শিশু-কিশোর। খবর ওয়াশিংটন পোস্টের।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ বেঞ্চ এ রায় দেন। পাঁচজনের ভেতর ৪ জন বিচারকই রায়টিকে সমর্থন করলে আদালতের সিদ্ধান্তটি সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে 'বিস্মিত' হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর হতাশা প্রকাশ করে তিনি এক টুইটবার্তায় আদালতের সিদ্ধান্তকে রাজনৈতিক 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেন।
বিচারপতি জন রবার্টস রায় ঘোষণার সময় জানান, আইনভঙ্গ করেই প্রেসিডেন্ট ট্রাম্প কেন্দ্রীয় সরকারের নেওয়া অভিবাসী শিশু সুরক্ষা কার্যক্রম বাতিলের নির্দেশ দিয়েছিলেন।