ইমরান ঝড়ের পর এনামুল-রাজার বোলিং তোপে জিতল দোলেশ্বর
খুব বেশি বড় সংগ্রহ ছিল না প্রাইম দোলেশ্বরের। এরপরও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দলটিকে। ম্যাচসেরা ইমরান উজ্জামানের ঝড়ো ইনিংসের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে তারা। বল হাতে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়র, রেজাউর রহমান রাজা, কামরুল ইসলাম রাব্বি, শরিফুল্লাহরা।
তাদের বোলিংয়ে বুধবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ইমরানের ঝড়ো ইনিংস ও আরও কয়েকটি মাঝারি ইনিংসে ৬ উইকেটে ১৪৯ রান তোলে দোলেশ্বর। জবাবে ফরহাদ হোসেন ও রিশাদ হোসেনের লড়াইয়ের পরও ১৩০ রানে অলআউট হয়ে যায় খেলাঘর।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খেলাঘর। দলীয় ৭ রানেই ওপেনার সাদিকুর রহমানকে হারায় তারা। তাকে ফেরান ম্যাচে ২ ওভারে মাত্র ৭ রান খরচা করা ডানহাতি অফ স্পিনার শরিফুল্লাহ। আরেক ওপেনার ইতমিয়াজ হোসেন তান্নাও টিকতে পারেননি, ৩ রান করে রাব্বির শেকারে পরিণত হন তিনি।
শুরুর এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক জহুরুল ইসলাম অমি ১ রান করেই থামেন। পুরো ইনিংসে ফরহাদ হোসেন ও লেগ স্পিনার রিশাদ হোসেনই যা লড়াই করেছেন। ফরহাদ ৩৩ ও রিশাদ ৬৭ রান করেন। এ ছাড়া সালমান হোসেন ১৪ ও মেহেদী হাসান মিরাজ ১২ রান করেন। দোলেশ্বরের রাব্বি, এনামুল জুনিয়র ও রাজা ২টি করে উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও শরিফুল্লাহ।
এরআগে দোলেশ্বরের ইনিংস উদ্বোধন করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ইমরান। ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র ১৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করে আউট হন। দারুণ শুরুর পরও অবশ্য দোলেশ্বরের বাকি ব্যাটসম্যানরা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফজলে মাহমুদ ১৪, সাইফ হাসান ২৮, মার্শাল আইয়ুব ২১ ও শামীম হোসেন ১৬ রান করেন। খেলাঘরের খালেদ খান ও মাসুম খান ২টি করে উইকেট নেন।