বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আমেরিকায় গিয়ে করোনা আক্রান্ত আর্চার দিয়া
মঙ্গলবার থেকে আমেরিকার ইয়াঙ্কটন শহরে শুরু হচ্ছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এর আগে দুঃসংবাদই শুনতে হলো বাংলাদেশ আর্চারি দলকে। নারী আর্চার দিয়া সিদ্দিকী করোনা পজিটিভ হয়েছেন। দিয়ার করোনা আক্রান্তের খরবটি নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান।
করোনা আক্রান্ত হলেও দিয়ার শরীরে কোনো উপসর্গ নেই। আজ খেলা শুরুর আগে তার করোনা পরীক্ষা করানো হবে। আনিসুর রহমান আশাবাদী যে পরীক্ষার ফল নেগেটিভ আসবে।
আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি বলেন, 'আমেরিকা যাওয়ার পর করোনা পজিটিভ হয়েছে দিয়া। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। খেলা শুরুর আগে আজ আরও একবার করোনা পরীক্ষা করা হবে তার। আমরা আশাবাদী যে দিয়া নেগেটিভ হবে এবং টুর্নামেন্টে অংশ নিতে পারবে। '
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে দিয়াসহ ছয়জন আর্চারের করোনা পরীক্ষা করা হয়। সবার ফল নেগেটিভ আসে। আনিসুর রহমান বলেন, ' সবার করোনা পরীক্ষা করা হয়েছিল, সবার ফলই নেগেটিভ এসেছিল। বুঝতে পারছি না আমেরিকায় যাওয়ার পর দিয়া কীভাবে করোনায় আক্রান্ত হলো।'
র্যাঙ্কিং রাউন্ড দিয়ে মঙ্গলবার শুরু হবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে প্রতিযোগিতা। মেয়েদের রিকার্ভ এককে আজ দিয়ার খেলার কথা। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দিয়াসহ বাংলাদেশের হয়ে খেলবেন রোমান সানা, হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায়।