বাংলাদেশের কাছেও হারতে হচ্ছে! রোহিত-দ্রাবিড়দের জবাবদিহি চাইবে বোর্ড, দাবি রিপোর্টে
বাংলাদেশের বিরুদ্ধেও একদিনের সিরিজে হারতে হলো কেন? তা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়দের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
প্রায় পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছে ভারত। দুটি ম্যাচেই ডুবিয়েছে ব্যাটিং। সেই ধাক্কার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে উঠলেও ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে হেরে গিয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তখন সেই বিষয়টি নিয়ে বোর্ডের তরফে আলাদাভাবে পর্যালোচনা করা না হলেও এবার রোহিতদের জবাবদিহি করতে হতে চলেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এরর প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পর্যালোচনা বৈঠক করার কথা ছিল ভারতীয় বোর্ডের। কিন্তু কয়েকজন বোর্ড কর্তা ব্যস্ত থাকায় সেই বৈঠক হয়নি। কিন্তু আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে সাতে থাকা বাংলাদেশের কাছে ভারত হেরে যাওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছে বোর্ড। সেই পরিস্থিতিতে রোহিত, রাহুল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পর্যালোচনা বৈঠক করতে চেয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, 'কয়েকজন কর্তা ব্যস্ত থাকায় বাংলাদেশ যাওয়ার আগে ভারতীয় দলের সঙ্গে আলোচনায় বসতে পারিনি আমরা। দল বাংলাদেশ থেকে ফেরার পরেই আমরা বৈঠকের দিনক্ষণ ঠিক করব। এটা অস্বস্তিকর পারফরম্যান্স। এই দলটা যে বাংলাদেশের বিরুদ্ধে হারবে, সেটা আমরা ভাবতে পারিনি।'
এমনিতে দ্রাবিড়ের আমলে ভারতীয় দলের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। 'দুর্বল' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলকে জেতাতে পারেননি দ্রাবিড়। তাঁর আমলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে উড়ে গিয়েছিল। ইংল্যান্ডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু একটি টেস্ট হেরেছিল ভারত। যে দল রবি শাস্ত্রীর আমলে ইংল্যান্ডে ২-১ ব্যবধানে এগিয়েছিল। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হন দ্রাবিড়।