‘ক্যাচ ছাড়া মানেই ম্যাচ হারা নয়’
বলা হয় 'ক্যাচ মিস তো ম্যাচ মিস।' আবার বলা হয়, 'ক্যাচই ম্যাচ জেতায়।' ক্যাচ মিসের খেসারত দিয়ে বহু দলকে ম্যাচ হারতে দেখা গেছে। আবার সব ক্যাচ নিয়েও ম্যাচ হারের অসংখ্য উদাহরণ আছে। মূলত ব্যাপারটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট মনে করেন, ক্যাচ ছাড়া মানেই ম্যাচ হারা নয়।
ম্যাকডারমটের এমন ভিন্ন ভাবনার পথে শক্ত উদাহরণ হতে পারে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে এক ওভারেই রোহিত শর্মার দুটি ক্যাচ ফেলে বাংলাদেশ। ম্যাচ কঠিন হয়ে পড়ে, তবে শেষ হাসি হাসে বাংলাদেশই। এমন ম্যাচের আরও উদাহরণ আছে; এ কারণেই অস্ট্রেলিয়ান এই কোচ মনে করেন, ক্যাচ ছাড়লেই ম্যাচের সব শেষ হয়ে যায় না।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ১০ ডিসেম্বর চট্টগ্রামে মাঠে নামবেন সাকিব-লিটনরা। এই ম্যাচের আগে দ্বিতীয় ওয়ানডের ক্যাচ মিস নিয়ে কথা বলেন ম্যাকডারমট। এ সময়ই তিনি জানান, ক্যাচ মিসের পরও জেতার সুযোগ থাকে।
দ্বিতীয় ম্যাচে ক্যাচ মিসের কারণ ব্যাখ্যায় ম্যাকডারমট বলেন, 'ক্যাচ ছাড়ার পেছনে আসলে সবকিছুই (দর্শক, চাপ, পরিস্থিতি) ছিল। লোকেশ রাহুলও (প্রথম ম্যাচে) ক্যাচ ছেড়েছে। আমরা সবাই ক্যাচ ছাড়ি। (ক্যাচ ছাড়ার) ভয়ের কথা যদি বলা হয়, বল হাওয়ায় ভাসতে থাকা অবস্থায় আমরা ভাবতে থাকি যে ক্যাচ ছাড়লে এর প্রতিক্রিয়া কেমন হতে পারে। অনেক উঁচুতে ওঠা ক্যাচ অনেক সময় ছুটতে দেখা যায়, কারণ খেলোয়াড়রা ভাবার জন্য বেশি সময় পায়।'
এমন মুহূর্ত কীভাবে সামলাতে হয়, তা কোচদের পক্ষে শেখানো সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। তার মতে এসব অভিজ্ঞতা থেকে শিখে নিতে হয়, 'বল বাতাসে থাকা অবস্থায় আমরা কী ভাবব, তা শেখানোর কাজটা খুব কঠিন। তবে এটা শেখা সম্ভব। গুরুত্বপূর্ণ সময়ে আমরা যখন ক্যাচ ছাড়ি, এটিও শেখার বড় সুযোগ করে দেয়।'
'যখন খেলোয়াড়রা মাঠ ছেড়ে আসে, সম্ভব হলে জয় নিয়ে, তখন তাদের দিকে তাকিয়ে আমরা সহজেই বলতে পারি যে ক্যাচ ছাড়লেই ম্যাচ হারা হয় না। এটি সত্য। প্রায় নিয়মিতই হয় এমন। খেলারই অংশ এসব। অবশ্যই আমরা চাই যত কম সম্ভব ক্যাচ ছাড়তে।' যোগ করেন ম্যাকডারমট।
ক্যাচ ছাড়া মানেই ম্যাচ শেষ হয়ে যাওয়া, এই ভাবনা থেকে ক্রিকেটারদের বের করে আনতে চান ম্যাকডারমট। ভয়ের জায়গা দূর করতে চান তিনি, 'বিশ্বব্যাপী দলগুলোর বেশ কিছু ভিডিও আছে আমার কাছে, যেখানে দেখা যাবে ক্যাচ ছাড়ার পরেও ম্যাচ জিতেছে। ক্যাচ অবশ্যই ম্যাচ জেতায়। তবে ক্যাচ ছাড়া মানেই ম্যাচ হারা নয়। এটি প্রমাণিত। এ বিষয়ে আমাদের চিন্তা বদলাতে হবে। আমরা যত ক্যাচ ছাড়ব, তত ব্যর্থতার মধ্য দিয়ে যাব, তত বেশি শিখতে হবে। এ মুহূর্তে ব্যর্থতার পর আমাদের ছেলেদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দুর্দান্ত।'