লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকে দুর্বার হৃদয়
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম তো বটেই, বিদেশি কোনো লিগেই প্রথমবারের মতো খেলতে গেছেন তাওহিদ হৃদয়। কিন্তু তথ্যটি যার জানা নেই, তার পক্ষে বোঝা কঠিন এলপিএলে বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যানের এটা অভিষেক ম্যাচ ছিল।
এ বছরই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান এরই মধ্যে যেন চাপ জয় করে নেওয়ার রাস্তা খুঁজে বের করে নিয়েছেন। তাই তো এলপিএলে অভিষেকেই ব্যাট হাতে দুর্বার চেহারায় দেখা গেল হৃদয়কে। দলের জয় পাওয়ার ম্যাচে নিজের অভিষেক রাঙালেন দারুণ এক হাফ সেঞ্চুরিতে।
এলপিএলের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলার সুযোগ মিলেছে হৃদয়ের। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে জাফনা, হৃদয়েরও সুযোগ মেলে একাদশে। আর সুযোগ পেয়েই ব্যাট হাতে উজ্জ্বল ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান, চার নম্বরে ব্যাটিং করতে নেমে হৃদয় খেললেন ৩৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানের দারুণ এক ইনিংস। যা জাফনার ইনিংসের সর্বোচ্চ।
আগে ব্যাটিং করতে নামা জাফনা দাপুটে শুরু করলেও ৪২ রানেই হারায় ২ উইকেট, এরপর উইকেটে যান হৃদয়। কিছুক্ষণ পর চারিথ আসালাঙ্কাও ফিরলে চাপে পড়ে জাফনা। এই চাপের মাঝেও শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করা চেষ্টা চালিয়ে উইকেটে তিথু হয়ে নেন হৃদয়।
এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান বাংলাদেশের এই ব্যাটসম্যান। চাপ সামলে অন্য ব্যাটসম্যানদের নিয়ে প্রায় শেষ পর্যন্ত ব্যাট চালান হৃদয়। ১৯তম ওভারে জাপনার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। হৃদয়ের হাফ সেঞ্চুরি ও আরও কয়েটি ছোট ছোট ইনিংসে ৫ উইকেটে ১৭৩ রান তোলে জাফনা। জবাবে ১৫২ রানে গুটিয়ে যায় কলম্বো স্ট্রাইকার্সের ইনিংস, ২১ রানের জয় পায় জাফনা কিংস।