অধিনায়কত্বের প্রশ্নে লিটন বললেন, ‘শতভাগ দেওয়ার চেষ্টা করব’
সাকিব আল হাসান নাকি লিটন কুমার দাস; নতুন ওয়ানডে অধিনায়ক কে হচ্ছেন? অধিনায়কত্বের এই প্রশ্নে যোগ হয়েছে মেহেদী হাসান মিরাজেরও নাম। প্রিয় ফরম্যাটের অধিনায়ক হিসেবে এই তিনজন আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দের তালিকায়, দুদিন আগে এই তিন ক্রিকেটারের নাম জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
এই তিন ক্রিকেটারের মধ্যে কে হবেন ওয়ানডে অধিনায়ক, কাকে বেছে নেবে বিসিবি? এই প্রশ্নের উত্তর দুই-একদিনের মধ্যেই মিলে যাবে। কারণ আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল দেওয়ার বাধ্যবাধকতা আছে। দলের সঙ্গে জানানো হবে নতুন অধিনায়কের নাম, বিশ্বকাপেও তার হাতে থাকতে পারে নেতৃত্ব।
কিন্তু জল্পনা-কল্পনার শেষ নেই, দায়িত্বশীল কাউকে পেলেই তাকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করে যাচ্ছে দেশের সংবাদমাধ্যমগুলো। কে হচ্ছেন ওয়ানডে অধিনায়ক, এই প্রশ্নের মুখোমুখি হতে হলো লিটনকেও। বৃহস্পতিবার একটি ফিন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এমন প্রশ্ন করা হলে সবাইকে অপেক্ষা করার পরামর্শ দেন লিটন। তবে অধিনায়কত্ব পেলে নিজের শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলে জানান ডানহাতি এই ব্যাটসম্যান।
লিটন বলেন, 'দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনারা বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের চাকুরের মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।'
স্বাভাবিকভাবেই নতুন অধিনায়কের ব্যাপারে এরচেয়ে বেশি কিছু বলার থাকতে পারে না লিটনের। তবে তিনি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী, অধিনায়কত্ব পেলে শতভাগ দিতে চান, 'যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব, যেটা সব সময় করে এসেছি।'
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে ৯ আগস্ট দেশে ফিরেছেন লিটন। আসরে সময়টা ভালো যায়নি তার, ফাইনালিস্ট সারে জাগুয়ার্সের হয়ে ৭ ইনিংসে ১৫২ রান করেছেন তিনি, গড় ২১.৭১। যদিও লিটনের কথায় মনে হয়েছে, নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট, 'গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেক দিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।'
লিটন এখন পর্যন্ত ৫টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। গত জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। এই ম্যাচে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানের জয় পায়। তামিমের অবর্তমানে সর্বশেষ দুই বছরে পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন লিটন, বাংলাদেশ জিতেছে ৩টি ম্যাচে। তার নেতৃত্ব দেওয়া একমাত্র ম্যাচে হেরেছে বাংলাদেশ।