১৫ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের
মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে সাত উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শান্তদের দেওয়া ১৭৫ রানের ছোট লক্ষ্য হেসেখেলেই টপকে গেছে কিউইরা।
২০০৮ সালের পর ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হার ছিলো ১৫ বছর পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথম। এবার সিরিজও হেরে বসলেন শান্ত-শরিফুলরা।
মিরপুরে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র ১৭৫ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ডকে। ঠান্ডা মাথায় সেই রান তাড়া করেছেন কিউই ব্যাটসম্যানরা। ওপেনার উইল ইয়ং ৭০ রান করে আউট হলেও মিডল অর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলস অপরাজিত থাকেন ৫০ রান করে। দুই কিউই ব্যাটসম্যানই মূলত রান তাড়াকে করেছেন সহজ। বাংলাদেশের হয়ে শরিফুল দুটি এবং নাসুম একটি উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে শুরু, সেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আরও একবার বন্দী থাকলো বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে নাভিশ্বাস অবস্থায় পড়ে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা আবারও হাঁটেন উল্টো পথে, টানা দুই ম্যাচে ৫০ ওভার ব্যাটিং করতে ব্যর্থ হলেন তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলকে পথ দেখাতে পারলেন কেবল নাজমুল হোসেন শান্ত। কিন্তু প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নামা বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনিংসে সংগ্রহ বড় হয়নি বাংলাদেশের। শান্ত খেলেছেন ৭৬ রানের ইনিংস, দলের বাকি ব্যাটসম্যানরা মিলে করেছেন ৯৫ রান।
বাংলাদেশকে অল্প রানে আটকে ফেলার পথে বল হাতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন অ্যাডাম মিলনে। ডানহাতি এই পেসার ৬.৩ ওভারে ৩৪ রানে ৪টি উইকেট নেন। ৬ ওভারে ৩৩ রান খরচায় ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। কোল ম্যাকনকির শিকারও ২ উইকেট, ৫ ওভারে ১৮ রান খরচা করেন তিনি। এ ছাড়া লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট পান।