অল্প সময়ের ব্যবধানে মুমিনুল-জয়কে হারিয়ে চাপে বাংলাদেশ
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কয়েকবার জীবন পেয়েও তা কাজে লাগাতে পারলেন না মুমিনুল হক। ৭৮ বলে ৪টি চারে ৩৭ রান করে সাজঘরে ফিরলেন বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। কিছুক্ষণ পরই বিদায় নিলেন মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির পথে থাকা ডানহাতি এই ওপেনার ১৬৬ বলে ১১টি চারে ৮৬ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে জয়-মুমিনুল ১৭১ বলে ৮৮ রানের জুটি গড়েন। ৪ রানের ব্যবধানে তাদের হারিয়ে চাপেই পড়ে গেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা প্রথম ইনিংসে ৫৫ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান তুলেছে। মুশফিকুর রহিম ১ ও অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু শূন্য রানে ব্যাটিং করছেন।
দুই উইকেটে প্রথম সেশন পার করল বাংলাদেশ
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দুই উইকেটে ১০৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে। ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় ৪২ ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ৩ রানে অপরাজিত আছেন।
ভালো শুরুর ইঙ্গিতই মিলেছিল, কিউই বোলারদের সামলে এগোচ্ছিলেন বাংলাদেশের দুই ওপেনার। যদিও জুটিটা বড় হয়নি। দলীয় ৩৯ রানে বিদায় নেন জাকির হাসান। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৪১ বলে একটি চারে ১২ রান করেন বাঁহাতি এই ওপেনার।
প্রথম উইকেট হারানোর চাপ দ্রুতই সামলে নেয় বাংলাদেশ। জয়ের সঙ্গে যোগ দিয়ে জুটি গড়ে তোলেন সাকিব আল হাসানের অবর্তমানে এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে এ দুজন ৭১ বলে ৫৩ রান যোগ করেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা থাকা শান্ত ৩৫ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৭ রান করে গ্লেন ফিলিপসের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন।