ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
দারুণ এক ক্রিকেটীয় লড়াই দেখল নারী এশিয়া কাপ ফাইনাল। আর সেখানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। ফাইনালে ফেবারিট ছিল ভারতই, কিন্তু পাশার দান উলটে দিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা জিতেছে আট উইকেটের ব্যবধানে।
ভারতের দেওয়া বড় লক্ষ্য আট বল ও আট উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা। এর আগে পাঁচবার রানার্সআপ হলেও এবারই প্রথম নারী এশিয়া কাপের শিরোপা জিতল লঙ্কানরা।
ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১৮.৪ ওভার খেলে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ওপেনার ভিষ্মি গুনারত্নে দলীয় মাত্র সাত রানে ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেন আরেক ওপেনার চামারি আতাপাত্তু ও তিনে নামা হার্শিতা মাধাবি।
আতাপাত্তু ৪৩ বলে নয় চার ও দুই ছয়ে ৬১ রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেটে অবিচ্ছিন ৭৩ রান যোগ করেন হার্শিতা ও কাভিশা দিলহারি। হার্শিতা অপরাজিত থাকেন ৫১ বলে ছয় চার ও দুই ছয়ে ৬৯ রানে, কাভিশার ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০ রান।
এর আগে ব্যাট করে ভারত বড় সংগ্রহ গড়ে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটে। ৪৭ বলে ১০ চারে ৬০ রান করেন তিনি। এছাড়া রিচা ঘোষ ৩০ ও জেমিমাহ রদ্রিগেস করেন ২৯ রান। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন কাভিশা দিলহারি।