ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়, দশ বছর পর টেস্ট হারল অস্ট্রেলিয়া
কদিন আগেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছেন ভারতের মেয়েরা। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছেন তারা। টেস্টে এটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মেয়েদের প্রথম জয়। প্রায় ৪৬ বছর ও ১১ বার চেষ্টার পর অজিদের বিপক্ষে এই জয় পেল ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারমানপ্রিত করের দল জিতেছে আট উইকেটের ব্যবধানে। ২০১৪ সালের পর এই প্রথম টেস্ট কোনো টেস্ট ম্যাচ হারলেন অস্ট্রেলিয়ার মেয়েরা।
চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৭৫ রানের লক্ষ্য মাত্র দুই উইকেট হারিয়েই টপকে যায় ভারত। প্রথম ইনিংসে অজিদেরকে ২১৯ রানে অলআউট করে নিজেরা ৪০৬ রান তোলে ভারত। চার ব্যাটসম্যান পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা।
১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই ছিল অজিদের। কিন্তু এরপর ব্যাটিং ধ্বসে বেশিদূর আগায় নি তাদের ইনিংস। ২৬১ রানে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রানের লিড পায় তারা৷ যা স্বাগতিকরা সহজেই পেরিয়ে গেছে।