টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জয়ের নতুন ইতিহাস লিখবে নাজমুল হাসান শান্তর দল।
সেই লক্ষ্যে খেলতে নেমে টস জিতেছে বাংলাদেশ, প্রথম ম্যাচের মতোই কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন নাজমুল হাসান শান্ত।
তবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে লিটনের চোট। দ্বিতীয় ম্যাচে খেলছেন না প্রথম ম্যাচ জয়ে অবদান রাখা ডানহাতি এই ব্যাটসম্যান। তার জায়গায় দলে এসেছেন শামীম হোসেন।
প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন লিটন। আজ তার এমআরআই রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। তারা জানিয়েছে, লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান রয়েছে। এ কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি থাকছেন না।
চোটের কারণে আজ লিটনকে না পাওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। সেটিই সত্যি হলো শেষ পর্যন্ত।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।