ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বড় হার দিয়ে যুব বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্ট ফেভারিট ও বর্তমান চ্যাম্পিয়নদের কাছে রানের ব্যবধানে হেরেছে মাহফুজুর রহমান রাব্বির দল।
২০২০ সালে এই দক্ষিণ আফ্রিকাতেই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এবার গ্রুপ পর্বের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে আর পারল না বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হলো হার দিয়েই।
২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই ওপেনার জিসান ও শিবলি। ছয় ওভারে বোর্ডে ৩৩ রানও তুলে ফেলেন এই দুজন। এরপর জিসান ১৭ বলে ১৪ রান করে ক্যাচ দিয়ে আউট হওয়ার পরেই ছন্দপতন। দ্রুতই সাজঘরে ফেরেন রিজওয়ান, শিবলি আর আহরার আমিনও। দলের স্কোর দাঁড়ায় চার উইকেট হারিয়ে ৫০।
এরপর পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন আশিকুর ও শিহাব। দুজনে গড়েন ৭৭ রানের জুটি। আরিফুল ৭১ বলে ৪১ রান করে আউট হতেই আবারও পতন বাংলাদেশের ইনিংসের। এরপর আর বেশিক্ষণ লড়াই করতে পারেননি বাকিরা। শেষপর্যন্ত ১৬৭ রানে অলআউট হয় মাহফুজুর রহমান রাব্বির দল। শিহাব ৭৭ বলে সাত চারে ৫৪ রান করেন। ভারতের পক্ষে ২৯ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন সৌমি পান্ডে।
এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে শক্তিশালী ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের বাংলাদেশ আটকায় ২৫১ রানে।
ভারতকে সামনে পেলেই জ্বলে ওঠেন বাংলাদেশি পেসার মারুফ মৃধা। এশিয়া কাপের সেমি-ফাইনালে চার উইকেট নিয়ে ভারতকে অল্প রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মারুফ, এবার বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে নিলেন পাঁচ উইকেট।
এই বাঁহাতি পেসার ৪৩ রানে পাঁচ উইকেট নিয়েছেন, ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন ওপেনার আদর্শ সিং, ৬৪ রান এসেছে অধিনায়ক উদয় সাহারানের ব্যাট থেকে।
৩১ রানে দুই উইকেট হারানোর পর আদর্শ এবং উদয়ের ১১৬ রানের জুটিই ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। একসময় বড় লক্ষ্যের দিকেই এগোচ্ছিল নীল জার্সিধারীরা, আদর্শকে বর্ষণের ক্যাচ বানিয়ে সেই জুটি ভাঙেন রিজওয়ান। বাংলাদেশ অধিনায়ক রাব্বি তুলে নেন ভারত অধিনায়ক উদয়কে। ভারতের বাকি পাঁচ উইকেটই নিয়েছেন মারুফ।