আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশের যুবারা। মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শুরুটা যদিও ধীরেই করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল। কিন্তু ইনিংসের মাঝামাঝি সময়ের পর থেকে রান তোলার গতি বাড়ায় বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলে যুব বিশ্বকাপের সুপার সিক্সে সরাসরি উঠে যাবে বাংলাদেশ। হারলেও সেই সুযোগ থাকছে, তবে বড় সংগ্রহ গড়ায় জয়ের আশা করতেই পারে মাহফুজুর রহমান রাব্বির দল।
দলের বড় সংগ্রহের বেশিরভাগ কৃতিত্ব আরিফুল ইসলাম ও আহরার আমিনের গড়া চতুর্থ উইকেট জুটির, দুজনে মিলে গড়েছেন ১২২ রানের জুটি। ৯৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ১১৫ বলে এই জুটি গড়েন দুজনে।
আহরার ৪৯ বলে দুই চার ও এক ছয়ে ৪৪ করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ১০৩ বলে নয়টি চারে ১০৩ রানের অসাধারণ ইনিংসটি খেলেন এই ব্যাটসম্যান। এরপর মোহাম্মদ শিহাব জেমসের জড়ো ১৭ বলে ৩১ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশের সংগ্রহ বড় হয়। তিনে নামা মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৩৫ রান।