সৌম্য মাথায় আঘাত পেয়েছেন বলে মনে হয়নি শ্রীলঙ্কা দলের
ফিল্ডিংয়ের সময় ঘাড়ে ও মাথায় চোট পাওয়ায় ব্যাট করতে নামতে পারেননি সৌম্য সরকার। তার জায়গায় বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন আরেক বাঁহাতি তানজিদ হাসান তামিম। কনকাশন সাবের নিয়ম মেনেই এই পরিবর্তন করা হয়েছে। তবে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেছেন, তামিমকে নামতে দেখে অবাক হয়েছেন তারা।
লঙ্কান সহকারী কোচের দাবি, সৌম্যর চোট পাওয়ার মুহূর্তের ভিডিও দেখে তার দলের কাছে মনে হয়নি যে এই বাঁহাতি ওপেনার মাথায় আঘাত পেয়েছেন। যদিও বিসিবি বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলামের কথার বরাত দিয়ে জানায়, মাটির সঙ্গে সৌম্যর মাথার সংঘর্ষ হয়েছে।
কনকাশন সাব হিসেবে তামিমকে দেখে অবাক হওয়ার কথা জানিয়ে নাভিদ নেওয়াজ বলেন, 'আমরা বদলি দেখে বিস্মিত হয়েছি। কারণ আমরা ফুটেজে যা দেখেছি তাতে আর যা-ই হোক না কেন, এমন কিছুর সঙ্গে তার সংঘর্ষ হয়েছে বলে ওই ঘটনার সময় মনে হয়নি।'
সৌম্যর আসলে কী হয়েছে, সেটি শুরুতে জানা না গেলেও কনকাশন বা মাথার চোট না হলে এমন বদলির নিয়ম নেই। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সৌম্য মাথা মাটিতে লাগায় আঘাত পেয়েছেন। ঘাড়ে জড়তা অনুভব করাসহ মাথাব্যথা এবং দৃষ্টির সমস্যার কথাও বলেছেন। এ ছাড়া আঘাত পেয়েছেন হাঁটুতেও। এ অবস্থায় বাংলাদেশ কনকাশন সাবের আবেদন করলে সেটি অনুমোদন করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
সৌম্যর বদলি হিসেবে তামিমকে নামতে দেখে অবাক হলেও আইসিসির নিয়ম মেনেই নিয়েছে শ্রীলঙ্কা, 'আমাদের অবশ্যই ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে, যেটি আইসিসির কোড অব কন্ডাক্ট এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত। আমি নিশ্চিত, কিছু নির্দিষ্ট নিয়ম আছে ক্রিকেট খেলায় এবং আমি মনে করি আমাদের সেসব নিয়ম মেনে চলতে হবে।'