নির্বাচনী প্রচারণায় বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহারে ইউসুফকে নিষেধাজ্ঞা
চলতি বছরের ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের জাতীয় নির্বাচন। যেটিকে লোকসভা নির্বাচন বলা হয়ে থাকে। ৫৪৩টি আসনের প্রার্থী বাছাই করা হবে এই নির্বাচনে। ১ জুন পর্যন্ত চলবে নির্বাচনের কার্যক্রম।
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। ২০১১ সালে ভারতের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইরফান পাঠানের বড় ভাই ইউসুফ। নিজের নির্বাচনী প্রচারের কাজে সেই বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করছিলেন ইউসুফ।
ইউসুফকে বিশ্বকাপ. জয়ের ছবি ব্যবহার করতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস, যারা ইউসুফের দল তৃণমূলের প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসের দাবি, নির্বাচনী প্রচারের কাজে ইউসুফ ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জেতার ছবি ও শচিন টেন্ডুলকারের ছবি ব্যবহার করেছেন। ভারতের জাতীয় পতাকা ব্যবহারের অভিযোগও এসেছে ইউসুফের বিরুদ্ধে।
এসব অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন খতিয়ে দেখার পর সত্যতা খুঁজে পেয়েছে। এরপরই ইউসুফ পাঠানকে এধরনের সকল ছবি ও পোস্টার নামিয়ে নিতে বলা হয়। সেইসঙ্গে তাকে জাতীয় পতাকা ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে।
কংগ্রেসের দাবি, ভারতের বিশ্বকাপ জেতাকে নিজের জয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইউসুফ। যদিও এসব অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার, 'আমি নিজে থেকে কোথাও এমন কিছু লাগাইনি। আমার অনেক ভক্ত-সমর্থক আছেন। তারা এই কাজ করে থাকতে পারেন। তবে এটা সত্যি, বিশ্বকাপ জেতার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।'