ব্রাথওয়েটকে সেঞ্চুরি করতে দিলেন না খালেদ
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে দিয়ে সত্যিকারের টেস্ট খেলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। যার নেতৃত্ব দিতে থাকেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন ডানহাতি এই ওপেনার। কিন্তু সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকতে তাকে সাজঘর দেখিয়ে দিলেন বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদ।
খালেদের বলে এলবিডব্লউ হওয়ার আগে ৯৪ রান করেন ব্রাথওয়েট। ক্যারিবীয় অধিনায়কের ইনিংসটি ২৬৮ বলের, যেখানে আছে ৯টি চারের মার। ৯০ এর ঘরে গিয়ে আরও একবার হতাশ হতে হলো ১০টি সেঞ্চুরির মালিক ব্রাথওয়েটকে। এ নিয়ে পঞ্চমবারের মতো ৯০ এর ঘরে আউট হলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
ব্রাথওয়েটের বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন গত বছর চট্টগ্রামে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে একাই হারিয়ে দেওয়া কাইল মেয়ার্স। বাঁহাতি এই ব্যাটসম্যান ২ রানে ব্যাটিং করছেন। উইকেটে মানিয়ে নেওয়া জার্মেইন ব্ল্যাকউড ৪১ রানে ব্যাটিং করছেন। ৯৮ ওভার শেষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১৩ রান। প্রথম ইনিংসে ইতোমধ্যে ১১০ রানের লিড পেয়ে গেছে স্বাগতিকরা।
এর আগে ২ উইকেট ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিনও অনেকটা পথ পাড়ি দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রাথওয়েট ও এনক্রুমা বনার। দলীয় ১৩৪ রানে গিয়ে এই জুটি ভাঙেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের দারুণ এক ডেলিভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড এজে বোল্ড হন ৩৩ রান করা বনার।
ব্ল্যাকউডের সঙ্গে জুটি বেধে এগিয়ে যেতে থাকেন ব্রাথওয়েট। দলীয় ১৯৭ রানে ভাঙে এই জুটি। খালেদের লেংন্থ ডেলিভারি পিছিয়ে গিয়ে খেলার চেষ্টা করেন ব্রাথওয়েট। কিন্তু পুরোপুরি লাইন মিস করেন উইন্ডিজ অধিনায়ক। দুই দিন মিলিয়ে তিনবার জীবন পাওয়া ব্রাথওয়েটকে রাজ্যের হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয়।
বাংলাদেশের ঝুলিতে আরও কয়েকটি উইকেট থাকতে পারতো। কিন্তু সফরকারীরা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও অনেক ভুল করায় তা হয়নি। বনার ১৪ রানে ব্যাটিং করার সময় এবাদত হোসেনের বলে পেছনে ক্যাচ দেন। কিন্তু ব্যাটে সামান্য ছুঁয়ে যাওয়ায় বাংলাদেশের কেউ বুঝতেই পারেননি।
খালেদের বলেও উইকেটের পেছনে ক্যাচ দেন বনার। কিন্তু এবারও ক্যাচটি নিতে পারেনি বাংলাদেশ। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান কিংবা প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত কেউই ক্যাচটি ধরার চেষ্টা করেননি। উল্টো চার হয়ে যায়।