খালেদের আগুনে শুরুতেই দিকহারা ওয়েস্ট ইন্ডিজ
মাত্র ৮৪ রানের লক্ষ্য দেওয়া সম্ভব হলো। এই অল্প পূঁজিতে ওয়েস্ট ইন্ডিজকে আর কতোটাই পরীক্ষায় ফেলা যাবে? সবার মতো এমন চিন্তা হয়তো বাংলাদেশ দলেরও ছিল। কিন্তু ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই খালেদ আহমেদের পেস আগুনের মুখে দিকহারা ক্যারিবীয়রা।
মাত্র ৯ রানের মধ্যেই ক্যারিবীয়রা ৩ উইকেট হারিয়ে ধুঁকছে, এর নেপথ্যে একজনই; খালেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসার ইনিংসের দ্বিতীয় ওভারেই যে তোপ দাগেন, তাতে ওলট পালট হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
প্রথম ওভারটি করেন মুস্তাফিজুর রহমান। দেখেশুনে ওভারটি পার করেন ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্রাথওয়েট; আসে ১ রান। দ্বিতীয় ওভারেই অন্য চিত্র। নিজের প্রথম বলেই ক্যারিবীয় অধিনায়ক ব্রাথওয়েটকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন খালেদ। ক্যাচটি নিতে কোনো সমস্যা হয়নি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের।
এই ওভারেই দ্বিতীয় আঘাতটি হানেন খালেদ। শেষ বলে রেমন রেইফারকেও একই ধাঁধায় ফেলেন তিনি। দারুণ লংন্থ ডেলিভারি করেন ডানহাতি এই পেসার, শেষ মুহূর্তে গিয়ে ছাড়ার চেষ্টা করেও আর পারেননি রেইফার। বল গিয়ে জমা হয় সোহানের হাতে।
ইনিংসের চতুর্থ ওভারে আরও বিধ্বংসী হয়ে ওঠেন খালেদ। এই ওভারে পঞ্চম বলে এনক্রুমা বনারের স্টাম্প উপড়ে নেন তিনি। খালেদের করা কিছুটা খাটো লেংন্থের বল নিচু হয়ে গিয়েই আঘাত হানে স্টাম্পে।