টেস্টের প্রতি ভালোবাসা প্রমাণ করার অপেক্ষায় বিজয়
ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজানোর পুরস্কার মিলেছিল কিছুদিনের মধ্যেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। পরে ইয়াসির আলী রাব্বি চোট পাওয়ায় টেস্ট দলে ডাক মেলে। সব ঠিক থাকলে দ্বিতীয় টেস্টের একাদশেও জায়গা পেতে যাচ্ছেন বিজয়।
দীর্ঘ আট বছর পর টেস্ট দলের অংশ হতে পেরে উচ্ছ্বসিত ডানহাতি এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে বিজয় জানালেন, টেস্ট ক্রিকেটই তার সবচেয়ে প্রিয় ফরম্যাট। ব্যাট হাতে ভালো করে এই ফরম্যাটের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে মুখিয়ে আছেন তিনি।
সাদা বলের ক্রিকেটে ডাক পেলেও মাথার মধ্যে টেস্ট ক্রিকেট ঘুরতো বলে জানালেন বিজয়। বৃহস্পতিবার বিসিবির ভিডিও বার্তায় ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'এটা সত্যি যে আমি সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছিলাম এবং সাদা বলে অনুশীলন করছিলাম। তবে মাথার ভেতর সব সময়… আগেও অনেকবার বলেছি এবং নিজে বিশ্বাস করি, টেস্ট ক্রিকেট অনেক বেশি ভালোবাসি। এটা আমার মধ্যে অনেক বেশি তীব্রভাবে কাজ করে। যখন সুযোগ পাব, অবশ্যই লুফে নেওয়ার চেষ্টা করব '
'৮ বছর পর টেস্টে ডাক পেয়েছি, আমার জন্য এটা বড় সুযোগ। আমি যে আসলেই টেস্ট পছন্দ করি, তা দেখানোর বড় সুযোগ এটি। আমি অবশ্যই রোমাঞ্চিত। প্রক্রিয়াটা অনুসরণ করব, যেভাবে প্রথম শ্রেণির ক্রিকেট এতদিন ধরে অনুসরণ করে আসছি। নতুন করে কিছু বদলাতে চাই না। যেভাবে এতদিন খেলেছি মন দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে, সেটাই চেষ্টা করব দেশের জন্য করার।' যোগ করেন বিজয়।
জাতীয় দলের হয়ে ২০১৪ সালে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বিজয়। ৮ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়াতেই সাদা পোশাকে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তার। বাকি দুই ফরম্যাটেও নিয়মিত ছিলেন না বিজয়। ২০১৯ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে বিজয় সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালে।
লঙ্গার ভার্সন যে যে তার পছন্দ, প্রথম শ্রেণির ক্রিকেটে তা প্রমাণ করে দেখিয়েছেন বিজয়। এই ফরম্যাটে ১০৫ ম্যাচে ৪৫.৩২ গড়ে ৭ হাজার ৪৭৯ রান করেছেন তিনি, আছে ২২টি সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা বিজয়ের কাছে প্রেরণার, 'এটাই আমার সাহস, এটাই শক্তি। আমি মনে করি যে এটা আমাকে বাড়তি সাহস জোগায়, মনের কোণে থাকে, নিজেকে একটা জায়গায় নিয়ে গেছি যে এই জিনিসগুলো দেখলে আমার বাড়তি প্রেরণা বলুন বা আত্মবিশ্বাস, আসে এটা।'
'অবশ্যই এটা আমাকে সাহায্য করবে। আমার জন্য এটা বড় অভিজ্ঞতা যে এতদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে যে সে অভিজ্ঞ হবে এবং অভিজ্ঞতা কাজে লাগাবে। আমিও আশাবাদী যে অভিজ্ঞতা কাজে লাগবে এবং দেশের হয়ে অবদান রাখতে পারব।' বলেন বাংলাদেশের এই ক্রিকেটার।
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও ডাক পাওয়া বিজয় সর্বশেষ প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডানহাতি এই ব্যাটসম্যান ১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ৮১.২৮ গড়ে ১ হাজার ১৩৮ রান করেন। তাতে রীতিমতো ইতিহাস গড়া হয়ে যায় তার। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের সীমানা স্পর্শ করেন বিজয়।