ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব-আমেজে চলছে গণটিকাদান
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব-আমেজে চলছে গণটিকাদান ক্যাম্পেইন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বরর) সকাল ৯টা থেকে জেলার ১১০টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান চলছে। তবে টিকার জন্য ভোর ৬টা থেকেই কেন্দ্রে ভিড় জমাতে থাকেন মানুষজন। বিশেষ করে টিকার জন্য নারীদের আগ্রহ সবচেয়ে বেশি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, ক্যাম্পেইনে ১ লাখ ৫৩ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। জেলা শহরে ১২টি এবং উপজেলাগুলোতে ৯৮টি কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ৩০৬টি বুথ করা হয়েছে। প্রতিটি বুথে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। এবারের ক্যাম্পেইনেও বয়োজ্যেষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পানি সরবরাহ অফিসে করা টিকাকেন্দ্রে গিয়ে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকার জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে।
পৌর পানি সরবরাহ অফিসে টিকা নিতে আসা মহসিন উদ্দিন বাবু জানান, সকাল ৭টায় তিনি টিকা কেন্দ্রে আসেন। তখনই কেন্দ্রে শতাধিক মানুষ টিকার জন্য অপেক্ষা করছিলেন। আড়াই ঘণ্টা অপেক্ষার পর সকাল সাড়ে ৯টায় টিকা পান বলে জানান তিনি।
শান্ত দাস নামে এক তরুণ জানান, তিনি দুই মাস আগে টিকার জন্য নিবন্ধন করেছিলেন। কিন্তু এসএমএস না আসায় টিকা নিতে পারেননি। সেজন্য গণটিকাদান ক্যাম্পেইনে টিকা নিতে এসেছেন। ভোট ৬টায় লাইনে দাঁড়িয়ে সকাল পৌনে ১০টায় টিকা পেয়েছেন বলে জানান তিনি।
ওমর ফাতেমা নামে শহরের পাইকপাড়া এলাকার এক বাসিন্দা জানান, তিনিও ২ মাস আগে নিবন্ধন করেছেন টিকার জন্য। কিন্তু এসএমএস পাননি বলে ক্যাম্পেইনে এসেছেন টিকা নিতে। তবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকায় এবারের ক্যাম্পেইনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র করা হয়নি। ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া হবে। সুশৃঙ্খলভাবেই টিকাদান চলছে।