২১ দিনের লকডাউনে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ড
নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাত থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হচ্ছে ।
ইতোমধ্যেই নগরের ১০টি ওয়ার্ডকে 'রেড জোন' হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। তার মধ্যে শুরুতেই ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হচ্ছে উত্তর কাট্টলী ওয়ার্ডে।
চট্টগাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মঙ্গলবার মধ্য রাত থেকে উত্তর কাট্টলী লকডাউন করা হচ্ছে। পর্যায়ক্রমে রেডজোনের তালিকায় থাকা অন্য এলাকায় লকডাউন কার্যকর করা হবে।
এর আগে, করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি গত শনিবারের (১৩ জুন) সভায় চট্টগ্রাম সিটির ১০ এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করে।
এসব এলাকা হচ্ছে; ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড, ২১ নম্বর জামালখান ও ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড।
মূলত প্রতি এক লাখ জনসংখ্যায় বিগত ১৪ দিনে কমপক্ষে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে- এমন এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) দ্য বিজনেস স্ট্যার্ন্ডাকে বলেন, আজ মধ্যরাত থেকে লকডাউন কার্যকর হচ্ছে। আমরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। এলাকায় মাইকিং করা হয়েছে। লকডাউন কার্যকর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ বলেন, লকডাউন কার্যকর করতে সোমবার থেকে উত্তর কাট্টলী ওয়ার্ডে মাইকিং করা হয়। এই ওয়ার্ডের ২০ টি প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। লকডাউনে থাকা নাগরিকদের সার্বিক সহযোগিতার জন্য ১০০ জনের একটি স্বেচ্ছাসেবক টিমকে তৈরি করা হয়েছে। কোনও নাগরিক সমস্যার সম্মুখীন হলে প্রদত্ত ৭টি হটলাইন নম্বরে ফোন করতে পারবেন। এসব নাম্বারে যোগাযোগ করলে তাৎক্ষনিক সহায়তা দেওয়া হবে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, লকডাউন কার্যকরে আজ মধ্যরাত থেকেই টহল জোরদার করবে পুলিশ। সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বন্ধ করে দেওয়া হবে এই ওয়ার্ডের ২০ টি প্রবেশ পথ। পুলিশের সহযোগিতায় কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গঠন করা স্বেচ্ছাসেবক টিম।