সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রিমান্ড শেষে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালত তাদের জিজ্ঞাসাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন-মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। তাদের মধ্যে মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে।
গত ১৯ ডিসেম্বর রাতে তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। বুয়েট শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনার পরেই প্রাইভেটকার তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে।
এই ঘটনায় তিন আসামিকে ডোপ টেস্টের জন্য পাঠানো হলে দুজনের শরীরে অ্যালকোহল পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান বলেন, 'ডোপ টেস্টে দুই জনের রেজাল্ট পজিটিভ দেখা যায়। তাদের মধ্যে প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে, আর মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে।'
মুহতাসিমের মৃত্যুর ঘটনায় তার বাবা মাসুদ বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন।
সেই সঙ্গে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। সেই মাদক মামলাতেও তাদের শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।'