কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা
তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীদের রাজধানীর কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক আদেশে এ কথা বলা হয়। আদেশের কপি সাদপন্থী আলেম সৈয়দ ওয়াসিকুল ইসলামকে পাঠানো হয়েছে।
একইসাথে অপর এক আদেশে মাওলানা মোহাম্মদ জোবায়ের আগামীকাল শুক্রবার থেকে কাকরাইল মসজিদের আশপাশে শুরায়ি নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীদের যেকোনো ধরনের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তাবলীগ জামাতের দুটি পক্ষ। একটি পক্ষ মাওলানা জোবায়েরের অনুসারী। অপর পক্ষ মাওলানা সাদপন্থীদের অনুসারী। টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'পক্ষের দ্বন্দ্ব সংঘাতে রূপ নিয়েছে। কিছুদিন আগে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে চারজন প্রাণ হারান।