ট্রাম্প অভিযুক্ত হলে রাস্তায় নাচবেন বলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস, এখন তিনি দুঃখিত!
বৃহস্পতিবার (৩০ মার্চ) যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের খবর গণমাধ্যমগুলোতে আসতে শুরু করে, তখন ঘোড়ায় চড়ছিলেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা স্টর্মি ড্যানিয়েলস। খবর ইউএসএ টুডে-এর।
প্রায় দুই ঘণ্টা পর খবরটি পান ড্যানিয়েলস। বাড়ি ফিরে নিজের আইনজীবীকে ফোন করে ঘটনা জানতে চেয়েছিলেন তিনি।
ব্যাপারটা প্রত্যাশিত থাকার পরও ড্যানিয়েলস শুনে অবাক হয়েছিলেন বলে জানান তার আইনজীবী ক্লার্ক ব্রুস্টার।
কয়েক সপ্তাহ আগে ড্যানিয়েলস জানিয়েছিলেন, ট্রাম্প অভিযুক্ত হলে তিনি 'রাস্তায় নাচবেন'।
২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।
তবে বৃহস্পতিবার ড্যানিয়েলসের ওই রাস্তায় নাচার মন্তব্যকে 'সম্ভবত মজা করার উদ্দেশ্যে করা' বলে খারিজ করে দিয়েছেন ব্রুস্টার।
আদতে অভিযোগের মাত্রা টের পাওয়ার পর ড্যানিয়েলসের আর নাচার কোনো মেজাজই ছিল না বলে জানান ব্রুস্টার।
বরং তার কাছে খারাপ লাগছে মানুষটার বিরুদ্ধে অভিযোগ তৈরির পর, বলেন ড্যানিয়েলসের আইনজীবী।
'ড্যানিয়েলসের কাছে দিনটা যেমন দুঃখের মনে হয়েছে, তেমনিভাবে তার বিরুদ্ধে থাকা সন্দেহের অবকাশও ঘটেছে বলে তিনি মনে করেন,' ড্যানিয়েলসের পক্ষে বলেন তার আইনজীবী।
তবে ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত হতে দেখে ড্যানিয়েলস বা তার কারওরই ভালো লাগেনি বলেও উল্লেখ করেন তিনি।