পুতিনকে ‘উন্মাদ এসওবি’ বলে গালি দিলেন বাইডেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'ক্রেজি সান অভ আ বিচ (এসওবি)' বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে পুতিনকে 'উন্মাদ সান অভ আ বিচ' বলে এই গালি দেনন বাইডেন।
এছাড়া ওই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন বাইডেন।
ট্রাম্পের দলের সমালোচনা করে বাইডেন বলেন, 'রিপাবলিকানরা বারবার দেখিয়েছে যে তারা বিশৃঙ্খলা এবং বিভাজনের দল।'
এক সাক্ষাৎকারে পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সঙ্গে নিজের তুলনা করেন ট্রাম্প। এ নিয়েই সাবেক প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন বাইডেন।
বাইডেন বলেন, 'পুতিনের মতো উন্মাদ "এসওবি" আছে, অন্যরাও আছে—আমাদের সারাক্ষণই পারমাণবিক সংঘাত নিয়ে দুশ্চিন্তা করতে হয়।'
ট্রাম্পের নিজেকে নাভালনির সঙ্গে তুলনা দেওয়ার বিষয়টি উল্লেখ করে বাইডেন বলেন, অমন তুলনা কোত্থেকে এল, তা তিনি জানেন না।
ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প তার আইনি ঝামেলাগুলোকে নাভালনির পরিণতির সঙ্গে তুলনা করেন। রাশিয়ার বিরোধীদলীয় নেতার মৃত্যুকে 'খুব খারাপ পরিস্থিতি' উল্লেখ করে ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার মন্তব্যে অবশ্য পুতিনের সমালোচনা করেননি।
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি গত শুক্রবার সাইবেরিয়ান প্রত্যন্ত কারাগারে বন্দি অবস্থায় মারা যান। তার মৃত্যুর জন্য পশ্চিমারা পুতিনকে দায়ী করছে।
উল্লেখ্য, এর আগেও বাইডেন প্রতিপক্ষকে এরকম গালি দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে ফক্স নিউজের হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে তিনি 'সান অভ আ বিচ' বলেছিলেন। মাইক্রোফোনে তার দেওয়া ওই গালি শোনা গিয়েছিল।