'যেকোনো সময়, যেকোনো স্থানে': জুন ও সেপ্টেম্বরে বাইডেন বনাম ট্রাম্প বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী জুন ও সেপ্টেম্বর মাসে একটি আনুষ্ঠানিক বিতর্ক হতে পারে। কেননা উভয় পক্ষই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে সম্মত হয়েছে।
এক্স-এ এক পোস্টে বাইডেন গতকাল (বুধবার) জানান, তিনি ২৭ জুন ট্রাম্পের সাথে একটি বিতর্ক করার জন্য সিএনএন থেকে একটি আমন্ত্রণ পেয়েছেন এবং সেটি গ্রহণ করেছেন।
সেখানে বাইডেন বলেন, "(বিতর্কের) সিদ্ধান্ত আপনার ওপর নির্ভর করছে, ডোনাল্ড। আপনি যেমনটা বলেছেন, 'যেকোনো জায়গায়, যেকোনো সময়ে, যেকোনো স্থানে'।"
অন্যদিক ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম 'ট্রুথ' এ বলেন, "সিএনএন-এর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করা তার জন্য 'মহা সম্মানের'।"
ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদে সম্ভাব্য মনোনীত এই দুই প্রার্থী আরও জানান, তারা এবিসি নিউজের আয়োজনে আগামী ১০ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডে বিতর্ক করতে সম্মত হয়েছেন।
নভেম্বরের নির্বাচনের আগে বাইডেন ট্রাম্পকে দুটি বিতর্কের চ্যালেঞ্জ করার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণাগুলি এলো। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি দ্বি-দলীয় কমিশন দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী বিতর্ক এবার এড়িয়ে যাবেন।
বাইডেন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, "ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে আমার কাছে দুটি বিতর্ক হেরেছিলেন। তারপর থেকে তিনি আর কোনো বিতর্কে অংশ নেননি। এখন তার আচরণে মনে হচ্ছে যেন সে আবার বিতর্ক করতে চায়। ঠিক আছে, দিনক্ষণ ঠিক করুন, বন্ধু। এমনকি আমি দুইবার (বিতর্ক) করবো।"
বাইডেন ট্রাম্পকে জুন ও সেপ্টেম্বরে দুটি প্রেসিডেন্সিয়াল টেলিভিশন বিতর্কের আহ্বান জানিয়েছিলেন। জবাবে ট্রাম্প ট্রুথ এ গতকাল (বুধবার) প্রস্তাবিত তারিখের বিতর্ক করতে প্রস্তুত বলে জানান।
ট্রাম্প বলেন, "আমি দৃঢ়ভাবে দুটি বিতর্কের আহ্বান জানাচ্ছি। উত্তেজনার জন্য যাতে বেশ বড় একটি স্থান বেছে নেওয়া হয়। যদিও বাইডেন জনসমাগমকে ভয় পান।"
এদিকে বেশিরভাগ জরিপ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের মধ্যে শক্ত প্রতিযোগিতা হবে বলে আন্দাজ করছে। বিশেষজ্ঞরা মতে, মিশিগান, জর্জিয়া ও নেভাদার মতো জটিল দোদুল্যমান স্টেটগুলিতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের প্রায় অর্ধেকই সম্ভব হলে ব্যালটে বাইডেন ও ট্রাম্প উভয়কেই প্রত্যাখ্যান করতেন।
উত্তরদাতাদের প্রায় দুই-তৃতীয়াংশ বলেন, বাইডেন শারীরিকভাবে প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত নন। আর প্রায় একই সংখ্যক মানুষ বলেন, তারা বিশ্বাস করেন না যে ট্রাম্প নৈতিকতার সাথে (নির্বাচিত হলে) নিজ দায়িত্ব পালন করবেন।
ইতোমধ্যেই যৌন কেলেঙ্কারিসহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এক্ষেত্রে বেশ কয়েকবার আদালতের শরণাপন্নও হতে হয়েছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্টকে।
এদিকে বাইডেন চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার জন্য ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন। এমনকি দেশের বহু বিশ্ববিদ্যালয়ে বাইডেন প্রশাসনের এমন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
এর আগে ট্রাম্প নিজ দল রিপাবলিকানের হয়ে প্রাইমারি প্রতিদ্বন্দ্বিতায় অন্য প্রার্থীদের সাথে বিতর্ক করতে অস্বীকার করেছিলেন। আর এখন বাইডেনের সাথে বিতর্কের জন্য মুখিয়ে আছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান