আগামী বছর রাশিয়া-পাকিস্তানের মধ্যে সরাসরি ট্রেন চালু হবে: মন্ত্রী
আগামী বছরই প্রথমবারের মতো রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্যবাহী ট্রেন চালুর কথা জানিয়েছেন পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান লেঘারি।
এসময় মন্ত্রী বলেন, '২০২৫ সালের মার্চ মাসে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা করছে মস্কো ও ইসলামাবাদ। এই ট্রেনের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন করা হবে।'
লেঘারি বলেন, 'মার্চের শেষ নাগাদ আমরা প্রথম ট্রেন চালুর পরিকল্পনা করছি। প্রথম পণ্যবাহী ট্রেনটি রাশিয়া থেকে পাকিস্তান যাবে।'
এই রেল সংযোগ আফগানিস্তানকে বাইপাস করে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর পূর্ব শাখা দিয়ে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের মধ্য দিয়ে যাবে।
আইএনএসটিসি হলো ৭,২০০ কিলোমিটার দীর্ঘ মাল্টি-মোড ট্রানজিট সিস্টেম, যা ভারত, ইরান, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের জন্য জাহাজ, রেল ও সড়ক পথকে সংযুক্ত করেছে।
চলতি মাসের শুরুর দিকে আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেগারি প্রথমবার রেল চুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
রাশিয়ান রেলওয়ে লজিস্টিকসের ভারপ্রাপ্ত জেনারেল ডিরেক্টর ওলেগ পোলেভের মতে, নতুন রুটটি পণ্য সরবরাহের ক্ষেত্রে অনেক সময় ও পরিবহন ব্যয় কমাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি জানান, তার কোম্পানিকে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বেশ কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন যে ভূ-রাজনৈতিক বিপর্যয় থেকে বাণিজ্য প্রবাহ রক্ষার জন্য নর্থ-সাউথ করিডোর সুয়েজ খালের নিরাপদ বিকল্প হয়ে উঠতে পারে।
এছাড়া, পাকিস্তানের এই মন্ত্রী দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়ে মস্কো ও ইসলামাবাদের মধ্যে চলমান আলোচনার কথাও উল্লেখ করেন।
তিনি তাসকে বলেছেন, 'আমার বিশ্বাস খুব শিগগিরই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। দুই পক্ষেরই এটি চালুর দৃঢ় ইচ্ছা রয়েছে।'