মাদক নিয়েই ঘুম, ২ দিন পর ক্ষুধায় জ্ঞান ফেরে! তারপর যা হয়েছিল সঞ্জয় দত্তের…
বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্তের মাদকাসক্তি ও রিহ্যাবে যাওয়ার কথা সকলেই জানেন। অভিনেতা নিজেও জীবনের এই কালো অধ্যায়কে সামনে এনেছেন বারবার। একবার আরেক অভিনেতা জ্যাকি শ্রফকে নিয়ে সালমান খানের টিভি রিয়্যালিটি শো 'দশ কা দম'-এ এসেছিলেন তিনি। সেখানে জ্যাকির অনুরোধে নিজের ড্রাগস নেওয়ার খারাপ অভিজ্ঞতা শেয়ার করেন; উদ্দেশ্য ছিল তরুণ মাদকাসক্তদের কাছে বার্তা পৌঁছানো যে, এটি ব্যক্তিগত জীবনে কতটা খারাপ প্রভাব ফেলে।
সঞ্জয়ের মতে, 'ড্রাগস একটা বেকার জিনিস'। এরপর নিজের জীবনের একটা ঘটনা তুলে ধরেন, "একদিন মাদক নিয়ে বাড়ি ফিরেছি। ঘরে গিয়ে দরজা লক করে শুয়ে পড়েছি। ঘুম ভাঙল দিনের বেলা, তখন ঘড়িতে ৭-৮টা বাজে। খিদেতে ঘুম ভেঙেছিল আসলে। আমি আমাদের এক পুরনো গৃহকর্মীকে বললাম, 'আমাকে কিছু খাবার দে'।"
''ও দেখি কাঁদতে শুরু করেছে। বলছে, 'দুই দিন পর তুমি খাবার চাইছ'। আমি বললাম, 'দুই দিন কোথায়? কাল রাতে এসেই তো শুতে গেলাম।' ও বলল, 'না তুমি দুইদিন আগে ঘুমিয়েছিলে'। আমার কোনও হুঁশই ছিল না। ওইদিনই আমি ঠিক করি এরপর সব ছেড়ে দেব। এসব ড্রাগস কিচ্ছু না। জীবনের নেশা সবচেয়ে ভালো।''
বছরের শুরুতে আরেকটি শো-তে এসে অভিনেতা বলেন, 'আমি ছোটবেলায় খুব লাজুক ছিলাম। বিশেষ করে মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পেতাম। তাই নিজেকে 'কুল দেখাতে' মাদক নেওয়া শুরু করলাম। এভাবে জীবনের ১০টা বছর কোথায় যেন হারিয়ে গেল। হয় আমি বন্ধ ঘরে থাকতাম বা বাথরুমে। শ্যুটের কোনও উৎসাহই ছিল না।"
সঞ্জয়কে শেষ দেখা গেছে 'শামশেরা'-তে, বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি ছবিটি। এরপর তাকে দেখা যাবে 'গুড়চড়ি'-তে, যাতে থাকবেন রবিনা ট্যান্ডনও।