নিজের আচরণে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন রাফিনহা
ইউরোপা লিগের নক-আউট পর্বের প্রথম লেগে তার গোলেই ম্যাচে সমতায় ফিরেছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় ম্যাচ সমাপ্ত হয়। গোল করার পরেও তাকে মাঠে থেকে তুলে নেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি রাফিনহা।
নিজের ক্ষোভ সবার সামনেই প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। বার্সা কোচ জাভির সঙ্গে ঠিকঠাক আচরণ করেননি রাফিনহা, এরপরই তিনি ঘুষি মেরে বসেন ডাগআউটে থাকা চেয়ারে।
আর এই ঘটনার পর ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন ২৫ বছর বয়সী এই সাম্বা তারকা। যদিও তার ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখছেন না জাভি। বার্সা কোচের কাছে এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা।
ম্যাচ শেষে নিজের আচরণ নিয়ে অনুতপ্ত রাফিনহা বলেন, 'আমি তখন যা করেছি তার জন্য ক্ষমাপ্রার্থী। সমর্থক এবং দলের কোচসহ বাকিদের সাথে এই ধরণের আচরণ গ্রহণযোগ্য নয়।'
নিজে খেলোয়াড় ছিলেন বলেই কিনা মনস্তাত্বিক দিকগুলো সহজেই ধরতে পারেন জাভি, তাই রাফিনহার আচরণ তার কাছে স্বাভাবিকই মনে হয়েছে, 'ওর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই পুরো সময়জুড়েই খেলতে চায়। এটি খুবই সাধারণ একটি ব্যাপার। বরং এই মানসিকতা দলের জন্য ভালো।'
রাফিনহার গোলেই প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে কাতালানরা। ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি সপ্তাহে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেখানেই নির্ধারিত হবে কে যাচ্ছে শেষ ষোলোতে।