'মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই'
বাংলাদেশের প্রেক্ষাপটে টেস্ট ক্রিকেটে কোনো বোলারের জন্য ৩০০ উইকেট নেওয়াই দারুণ সাফল্যের বিষয়। এখন পর্যন্ত অবশ্য সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউই। সবচেয়ে কাছাকাছি আছেন সাকিব আল হাসান। যদিও এখন পর্যন্ত ২৫০ উইকেট পূর্ণ হয়নি বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
তালিকায় এরপরের স্থানেই আছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার উইকেট সংখ্যা নিয়ে গিয়েছেন ১৭১ এ। তবে তাইজুলের চোখ ৫০০ টেস্ট উইকেটে!
কথাটা যদিও অনেকটা মজার ছলেই বলেছেন বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশ বছরে যে কয়টি টেস্ট খেলে তাতে ৫০০ উইকেটের চিন্তা অনেক দূরেরই বিষয়। তবে স্বপ্ন দেখতে তো আর দোষ নেই, তাইজুল তাই লক্ষ্য ঠিক করেছেন আকাশকেই।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে এসে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ৩১ বছর বয়সী এই স্পিনার। সেখানেই ক্যারিয়ার শেষে কত উইকেট নিজের নামের পাশে দেখতে চান এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাইজুলের সরল উত্তর, 'মন তো চায় ৫০০-৬০০ উইকেট নেই । তবে বয়স হয়েছে, হ্যাঁ, তবে বুড়ো হয়ে যাইনি তো।'
২০১৪ সালে অভিষেকের পর থেকে সাদা পোশাকের ক্রিকেটে দলের ভরসার প্রতীক হয়ে আছেন তাইজুল। ৪১ টেস্টে তার উইকেট এখন ১৭১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছেন কেবল সাকিব আল হাসান (১৯ বার)।
এই ১১ বারের মধ্যে ৭ বার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। যা দারুণ অর্জনই বটে। তার কণ্ঠেও শোনা গেল সেই তৃপ্তি, 'অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে, প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি। উইকেটের যেমন অবস্থা, এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন। তো আলহামদুলিল্লাহ যে ৫ উইকেট পেয়েছি।'
চলতি ম্যাচের আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল। এরপর ৯ ইনিংসে আরও তিনবার ৪ উইকেটসহ মোট ১৬ শিকার ধরেন তিনি।