ঘুরে দাঁড়ানোর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবাদের
প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপে পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের যুবাদের ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আইরিশদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখেই টপকে যায় মাহফুজুর রহমান রাব্বির দল।
উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক আর পঞ্চম উইকেটে আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমসের অবিচ্ছিন জুটি দুটোই বাংলাদেশের ম্যাচ জয়ের মূল কারিগর।
রান তাড়ায় শুরুটা দারুণ করেন দুই ওপেনার শিবলি ও আদিল। দুজনে গড়েন ৯০ রানের জুটি, যেটি জয়ের ভিত অনেকটাই গড়ে দেয়। শিহাব ৬০ বলে ৪৪ ও আদিল ৬৩ বলে করেন ৩৬ রান। তিন ওভারের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুজনই। এরপর আরিফুল ইসলাম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ফিরেছেন দ্রুতই। কম সময়ের ব্যবধানে চার উইকেট হারিয়ে চাপেই পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলকে উদ্ধার করেছেন তো বটেই, পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন থেকে ম্যাচ জিতিয়েই ফিরেছেন আহরার আমিন ও শিহাব। ১০৯ রানের জুটি গড়ার পথে আহরার অপরাজিত ছিলেন ৪৫ রানে, তার ৬৩ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছয়ের মার ছিল। শিহাব টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন, ভারতের বিপক্ষে ৫৪ রান করেও পরাজিত দলে থাকা শিহাব আজ অপরাজিত ছিলেন ৫৫ রানে। তার ৭৬ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার।
এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের শুরুটা জয় দিয়ে হলেও ভারতের কাছে বড় হার দিয়ে শুরু হয় বাংলাদেশের। বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে আইরিশরা লক্ষ্য দেয় ২৩৬ রানের।
প্রথম ম্যাচের মতো আজও ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফ মৃধা।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একপর্যায়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেট হারিয়ে ৯৫ রান। এরপর পঞ্চম উইকেট জুটিতে ১০০ বলে ৮১ রানের যোগ করেন হিলটন ও ম্যাকবেথ। ৪১ তম ওভারের পঞ্চম বলে ম্যাকবেথকে নিজের বলে ফিরতি ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন রাব্বি।
৫৬ বলে ২৭ রান করেছেন ম্যাকবেথ। ইনিংস সর্বোচ্চ ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ৯০ রান করেছেন হিলটন। নির্ধারিত ৫০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ২৩৫ রান করে আইরিশরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মারুফ ও জীবন। রাফি, বর্ষণ ও রাব্বি নিয়েছেন একটি করে উইকেট।