স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। প্রথম সেমি-ফাইনালে প্রোটিয়া যুবাদের তিন উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারতের যুবারা। বেনোনিতে জয়ের আশা জাগিয়েও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার স্বপ্ন উজ্জ্বল হলো ভারতের। ২০২০ সালে এই দক্ষিণ আফ্রিকাতেই বাংলাদেশের কাছে ফাইনালে হেরেছিল ভারত। এবার সেই ক্ষত ভোলার সুযোগ থাকছে তাদের সামনে।
আগে ব্যাট করে ৫০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে। জয়ের সুবাসই পাচ্ছিল প্রোটিয়ারা। সেখান থেকে ভারতকে ম্যাচ হাতের মুঠোয় এনে দেন অধিনায়ক উদয় সাহারান ও শচিন দাস।
পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১৭১ রান। সেঞ্চুরি থেকে চার রান দূরে ৯৬ রান করে আউট হন শচিন। ৯৫ বলের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক উদয় জয় থেকে এক রান দূরে থাকতে রানআউট হন ৮১ রান করে। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মাপাখা ও ট্রিস্টান লাস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ড্রে প্রিটোরিয়াসের ৭৬ ও রিচার্ড সেলেটসোয়ানের ৬৪ রানের ইনিংসে ভর করে ২৪৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া ২০ এর ওপর রান করেছেন প্রোটিয়াদের আরও তিন ব্যাটসম্যান। ভারতের হয়ে ৬০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন রাজ লিম্বানি, দুটি উইকেট পেয়েছেন মুশির খান।